সরলা দেবীর গান


                         ৩

                 মিশ্রভৈরবী। একতালা

 

    মন আজি নাহি কাজে,

    নিশার স্বপন শুধু হৃদয়েতে বাজে।

দুটি স্নেহবাণী তার, পশে কানে বারবার,

অক্ষয় প্রসাদ হেন আছে তার মাঝে!

ললাটে শীতল কর, পরিচিত মনোহর,

বরষিয়ে প্রীতিধার এখনো বিরাজে!

দিবস চলিয়া যায়, সন্ধ্যার তিমির তার

প্রবাস প্রবাস রয় নাহি অন্যথা যে!

তবু সে নিকটে আজি, এ হৃদয়তন্ত্রী রাজি,

মঙ্গল মিলনে তার, সুমধুর বাজে!

 

গ্রন্থভুক্তি

১. শতগান, ২০ সংখ্যক গান, গুজরাটি ভজন-একতালা। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।

 

 

প্রাসঙ্গিক বিষয়:

সুর: সরলা দেবী
 

স্বরলিপিকার: সরলা দেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
মিশ্রভৈরবী

তাল: একতালা

গ্রহস্বর :পা