সরলা দেবীর গান


                         ৪

                 সিন্ধু খাম্বাজ। ঝাঁপতাল

 

    প্রীতি তুমি হে অন্তরে,

গীতি মাধবী রাতে।

তুমি সরস স্মৃতি যে হৃদয়ে,

ছন্দ বিশ্ব-পাতে!

মধু সৌরভ তুমি জীবনে মম,

হরস ইছাস কাননে!

অদৃশ্য তারা হৃদয় নভে

কিরণ নিখিল-আননে!

 

গ্রন্থভুক্তি

১. শতগান, ২৭ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। পৃষ্ঠা: ৯৩-৯৫।

 

প্রাসঙ্গিক বিষয়:

সুরকার: সরলা দেবী

 

স্বরলিপিকারসরলা দেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
সিন্ধু খাম্বাজ

তাল: ঝাঁপতাল

গ্রহস্বর :পা