সরলা দেবীর গান
৬
খাম্বাজ। একতাল
বন্দি তোমায় ভারত জননি
বিদ্যা মুকুটধারিণি!
বরপুত্রের তপ-অর্জিত
গৌরব-মণি-মালিনি!
কোটি সন্তান আঁখি-তর্পণ
হৃদি-আনন্দ-কারিণি।
মরি বিদ্যমুকুটধারিণি!
যুগযুগান্ত তিমির আন্তে
হাস মা কমলবরণি!
আশার আলোকে ফুল্ল হৃদয়ে
আবার শোভিছে ধরণী!
নবজীবনের পরসা বহিয়া
আসিছে কালের তরণী।
হাস মা কমলবরণি!
এসেছে বিদ্যা, আসিবে ঋদ্ধি
শৌর্যবীর্যশালিনি।
আবার তোমার দেখিব জননী
সুখে দশদিকপালিনি।
অপমানক্ষত জিড়াইবি মাতঃ
খর্পরকরবালিনি!
শৌর্যবীর্যশালিনি।
গ্রন্থভুক্তি
১. শতগান, ষষ্ঠ গান ।
প্রাসঙ্গিক বিষয়:
সুর-সরলা দেবী
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ
তাল: একতাল
অঙ্গ:
পর্যায় :
লয়
:
গ্রহস্বর :পা