সরলা দেবীর গান
৭
নমো নমো জগতজননি
বিশ্ব-আর্তি হারিণি
কল্যাণি! শিবানি।
দুর্গমত্রাণকারিণি!
ভারত-ব্যসন-তপ্ত হৃদয়ে
ম্লান কালীবরণি।
ঘোর রূপধারিনি।
যুগযুগান্তর তিমির অন্তে
হাস মা বিমলবরণি।
আশার আলোকে ফুল্ল হৃদয়ে
আবার শোভিছে ধরণি।
নবজীবনের পসরা বহিয়া
আসিছে কালের তরণী।
হাস মা বিমল-বরণি।
আসেছে বিদ্যা আসিবে ঋদ্বি
শৌর্যবীর্যশালিনি।
আবার জগতে দেখিব জননি
সুখে দশদিক্পালিনি।
অপমানক্ষত জুড়াইবি মাতঃ
খর্পরকরবালিনি।
অসুরমুণ্ডমালিনি!
গ্রন্থভুক্তি
১. শতগান, ৪২ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। পৃষ্ঠা:১৫৪-১৫৭।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার: সরলা দেবী
স্বরলিপিকার: সরলা দেবী
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: সরলাদেবী-কৃত শতগান গ্রন্থে গৃহীত স্বরলিপিটির সাথে রাগ তালের উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে একতালে নিবদ্ধ।
পর্যায়: জাতীয় সঙ্গীত
গ্রহস্বর :পা