সরলা দেবীর গান


                        ৮

                 এস হে এস

    বরেণ্য, সুমহান্‌ সহস্র সুর্য বিভাস।

    কর হৃদয় গগনে শুভদিন বিকাশ।

                এস হে এস।

তব পুণ্য কিরণে,        বরণে বরণে,

        ফুটাও প্রেম পুষ্প রাশ।

                এস হে এস।

শত ললিত তানে,        প্রভাত গানে,

        মোহ নিদ্রা কর বিনাশ!

                এস হে এস।

তব মাধুরী ভরিয়া,        রাখ হে এ হিয়া,

        পুর হে চির জীবন আশ।

                এস হে এস।

 

 

গ্রন্থভুক্তি

১. শতগান,  ৯৮ সংখ্যক গান, খাম্বাজ-একতাল (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত পৃষ্ঠা: ৩১৬-৩১৯।

 

প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: সরলা দেবী
 

স্বরলিপিকারসরলা দেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র সুরট মল্লার

তাল: একতালা

পর্যায়: ব্রহ্মসঙ্গীত

গ্রহস্বর :ণা