সরলা দেবীর গান
৯
হে বিজন অতিথি!
কেন সজনে ধরা নাহি দাও।
হে নিরাভরণ-মম-হৃদি-মন্দির নিবাসী
রতনখচিত বাস মন্দির হতে
কেন দূরে পালাও!
যবে শুধু কর যোড়ি বন্দন করি—
চরণযুগ মিলাও
যবে আনি কর ভরে ভেত তব তবে
ফিরে নাহি চাও।
হে নিরায়োজন-দিন অনাহুত-বান্ধব
আহান যদি করি হে তোমায় যতনে,
কেন দূরে দাঁড়াও
গ্রন্থভুক্তি
১. শতগান, নবম গান ।
প্রাসঙ্গিক বিষয়:
সুর-সরলা দেবী
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
তাল:
অঙ্গ:
পর্যায় :
লয়
:
গ্রহস্বর :পা