সতীশচন্দ্র চক্রবর্তী'র গান
১
মিশ্র ঝিঁঝিট। দাদ্রা
আহা কি করুণা তোমার, মা ব'লে যে চিনাছি গো।
'মা আমার' বলিবার অধিকার চমৎকার ॥
বিপদ দুখ মাঝারে, প্রলোভন আঁধারে,
কোলে মুখ ঢাকিবার অধিকার চমৎকার ॥
পরাজয় পতনে, অনুতাপ যাতনে,
চরণে কাঁদিবার অধিকার চমৎকার ॥
তোমারি এ আলয়ে, তোমার কাছে কাছে র'য়ে,
বাঁচিবার খাটিবার অধিকার চমৎকার ॥
তোমারি হইবার অধিকার চমৎকার ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৬ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গানটি শ্রীপূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর
সৌজন্যে প্রাপ্ত।
গীতিকার:
মনোমোহন চক্রবর্তী
সুরকার:
ননীভূষণ দাশগুপ্ত
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
মিশ্র ঝিঁঝিট।
তাল:
দাদ্রা
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা