সতীশচন্দ্র চক্রবর্তী'র গান
                         ১

                 মিশ্র ঝিঁঝিট। দাদ্‌রা

 

আহা কি করুণা তোমার, মা ব'লে যে চিনাছি গো।

'মা আমার' বলিবার অধিকার চমৎকার

বিপদ দুখ মাঝারে, প্রলোভন আঁধারে,

কোলে মুখ ঢাকিবার অধিকার চমৎকার

পরাজয় পতনে, অনুতাপ যাতনে,

চরণে কাঁদিবার অধিকার চমৎকার

তোমারি এ আলয়ে, তোমার কাছে কাছে র'য়ে,

বাঁচিবার খাটিবার অধিকার চমৎকার

তোমারি হইবার অধিকার চমৎকার

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৬ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
গানটি শ্রীপূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত।
 

গীতিকার: মনোমোহন চক্রবর্তী
 

সুরকার: ননীভূষণ দাশগুপ্ত

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
মিশ্র ঝিঁঝিট।

তাল: দাদ্‌রা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: সা