শ্রীনাথ চন্দের গান
                                 ১

                             কীর্ত্তন। দোলন

 

                শুদ্ধ মনে জয় জয় ব্রহ্ম বল।

জয় জয় ব্রহ্ম বল, দয়াল বল, তাপিত প্রাণ কর শীতল

            ব্রহ্মনাম মহামন্ত্রে আঁধার ঘুচিল,

ব্রহ্মযোগে জীবন মরণ একাকার হল   জয় জয় ব্রহ্ম বল

            জীবনের ব্রত সাধিয়ে যারা আগে গেল,

তারা    ব্রহ্মনামে, দিব্যধামে, নবজীবন পেল    জয় জয় ব্রহ্ম বল

           সেই ব্রহ্মবলে বলী হয়ে, ব্রহ্মধামে চল;

আর    "ব্রহ্মকৃপাহি কেবলম্‌" সবে মিলে বল  জয় জয় ব্রহ্ম বল

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৮ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
 পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায় সৌজন্যে প্রাপ্ত)
 

গীতিকার: শ্রীনাথ চন্দ
 

সুরকার: ননীভূষণ দাশগুপ্ত

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
কীর্তনের সুর

তাল: দোলন
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: দ্রুত

গ্রহস্বর: পা