সুকুমার রায়ের গান
[সুকুমার
রায়]
১
ভৈরবী
। দাদরা
প্রেমের মন্দিরে তাঁর আরতি বাজে
মোলন মধুর রাগে জীবন মাঝে।
নীরব গানে গানে, পুক প্রাণে প্রাণে,
চলেছে তাঁর পানে অরূপ সাজে॥
প্রেম-তৃষিত সুন্দর অরুণ-আলো
হৃদয় নিভৃত দীপেজ্বালো রে জ্বালো।
পুণ্য-মধুর-ভাতি পূর্ণ মধুর রাতি,
মধুর স্বপনে মাতি মধুর বাজে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ৭ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: সুকুমার রায়
সুরকার:
স্বরলিপিকার: শ্রীরমেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী
তাল:
দাদরা
অঙ্গ:
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: সজ্ঞ