সুমতিবালা দেবী
১
ইমন-ভূপালি । দাদ্রা
বন্দি দেব দয়াময়, তব চরণে।
তুমি হে ভরসা মম জীবনে-মরণে॥
পিতামাতা সখা তুমি ত্রিভুবননাথ,
গতি মুক্তি ভক্তিদাতা, করি প্রণিপাত॥
অমৃতনিলয় তুমি, প্রেমের আধার,
তব পদে প্রাণসখা,
নমি শতবার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১৭তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
সুমতিবালা দেবী
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ইমন-ভূপালী
তাল:
দাদ্রা
অঙ্গ:
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
গ্রহস্বর:গা