তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর গান

                       ১. 

শিল্পী: গীতা দত্ত [শ্রবণ নমুনা]
গীতিকার: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুরকার: সুধীন দাশগুপ্ত
চলচ্চিত্র: ডাকহরকরা (১৯৫৮ খ্রিষ্টাব্দ)
রেকর্ড: এইএমভি
N 76076

কাঁচের চুড়ির ছটা ছাইয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বলনা

ছটায় কি ফুল ফোটে
পরাণ পিদিম জ্বলে কি ওঠে?
মনের পাখা গজাইলে হায়
কাঁচের ছটা খুলো না

চুড়িতে মোর নাইকো ছটা
ছটা আছে আগুনে
আগুন আমার নাচে দেখো
চুড়িতে নয় নয়নে।

সেই আগুনে ঝাঁপ দাও
মনের পাখা পুড়িয়ে নাও
চুড়ি পরে চুড়ি ভেঙে
খেলি আমি খেলনা