ত্রৈলোক্যনাথ সান্যাল

                         ১

                  খাম্বাজ। ঝাঁপতাল

 

    জীবনে মরণে তুমি নিকটে আছ শঙ্করী,

    ও মা শান্তি-প্রদায়িনী দয়াময়ী ক্ষেমশ্বরী

বসি মোহ-অন্তরালে,   ইহকালে, পরকালে,

    অমর সাধু সকলে রয়েছ মা কোলে করি

    যোগেতে জীবিত হ'য়ে, সাধু বন্ধুগণে ল'য়ে,

    থাকিব অনন্তকাল তব পদ হৃদে ধরি;

পাসরিব ভবতাপ    বিরহ শোক বিলাপ,

    হেরিব অমৃতধামে প্রিয়জনে প্রাণ ভরি

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১২তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার :

স্বরলিপিকার : রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: খাম্বাজ

তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ধ্রুপদাঙ্গ
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: মা