ত্রৈলোক্যনাথ সান্যালের গান
২
সুরট-মল্লার। একতাল
মোহ আবরণ কর উন্মোচন, প্রাণ ভ'রে একবার দেখি হে তোমায়।
দেখিবার তরে পিতা গো, তোমারে, তৃষিত নয়ন, ব্যকুল হৃদয়॥
লুকাইয়ে ভালোবাস নিরন্তর,
ওহে দয়াময় গুণের সাগর,
তব প্রেমরীতি সুকমোল অতি, নাহি দেখি আর এমন কোথায়॥
গোপনে গোপনে লও সমাচার, কতই ভাবনা ভাব' হে আমার,
এ প্রেমরহস্য বুঝে সাধ্য কার, বুদ্ধির অগম্য সমুদয়।
এমন সুহৃদ্ উপকারী জনে,
না দেখে বল' থাকিব কেমনে,
গুণে বশীভূত, হয়ে বিমোহিত, সহজেই চিত তোমা-পানে ধায়॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ৯ম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
গানটির সুর পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস ।
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
সুরট-মল্লার
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: রা