ত্রৈলোক্যনাথ সান্যালের গান
৩
খাম্বাজ । একতাল
কত ভালোবাস গো মা, মানব সন্তানে,
মনে হলে প্রেমধারা ঝরে দু'নয়নে গো মা।
তব পদে অপরাধী, আছি আমি জন্মাবধি,
তবু চেয়ে মুখপানে প্রেম-নয়নে ডাকিছ মধুর বচনে;
বার বার প্রেমভরে ডাকিছ গো মা।
(প্রেমবাহু প্রসারিয়ে, স্নেহে বিগলিত হয়ে, আয় আয় আয় ব'লে,
অপরাধ ক্ষমা ক'রে, হাসিমুখে প্রেমভরে, ও মা আনন্দময়ী,
জীবের দশা মলিন দেখে— ডাকিছ গো মা)
আমাদেরই জন্যে স্বর্গ-নিকেতনে গো মা,
ও মা কত সুখ শান্তি, অতুল সম্পত্তি, রেখেছ যতনে
নিজ হাতে সাজাইয়ে বিবিধ বিধানে গো মা।
তোমার প্রেমের ভার, বহিতে পারি নে গো আর,
প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া তব স্নেহ দরশনে;
লইনু সরণ মা গো, তব শ্রীচরণে গো মা॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১০ম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: স্বরলিপি সত্যভূষণ গুপ্ত কৃত 'নববিধান গীতিশতক' হইতে গৃহীত।
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: সা