রজনীকান্ত সেনের গান
৭ - ১৯
বাউলের সুর । গড় খেমটা
তুমি আমার অন্তরালের খবর জান,
ভাবতে প্রভু, আমি লাজে মরি।
আমি দশের চোখে ধুলো দিয়ে কী না ভাবি, আর কী না করি॥
সে সব কথা বলি যদি, আমায় ঘৃণা করে লোকে,
বসতে দেয় না এক বিছানায়, বলে, 'ত্যাগ করিলাম তোকে'॥
তাই, পাপ ক'রে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোষাক পরি।
আর, সবাই বলে, 'লোকটা ভালো, ওর মুখে সদাই হরি'॥
যেমন পাপের বোঝা এনে প্রাণের আঁধার কোণে রাখি,
আমনি চমকে উঠে দেখি, পা[এ জ্বলছে তোমার আঁখি।
ধখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে চরণতলে পড়ি,
বলি, 'বমাল ধার পড়ে গেছি, এখন যা করো হে হরি'॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১৯নং গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.শ্রীদিলীপকুমার রায় কৃত স্বরলিপি প্রথম খণ্ড 'কান্তগীত-লিপি গ্রন্থ হইতে গৃহীত।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: শ্রীদিলীপকুমার রায়
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
বাউলের সুর
তাল: গড় খেমটা
অঙ্গ:
পর্যায় : ব্রহ্মসঙ্গীত
লয়
:
দ্রুত
গ্রহস্বর :সা
॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১০নং গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার :
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: রা