ত্রৈলোক্য নাথ সান্যালের গান

                   ৬

          আলেয়া । একতাল

 

এবার সেই ভাবে দিতে হবে দরশন।

যে দরশনে, মৃত প্রাণে, নাথ সঞ্চারে নবজীবন

যে ভাবে ভক্তহৃদয়ে, প্রেমালোক প্রকাশিয়ে,

ভুলাইয়ে রাখ চির জীবনের মতন

বহে প্রেম অজস্রধারে, ভাসে প্রাণ সুধাসাগর,

স্বরূপ মাধুর্য্য হেরে বিমোহিত হয় মন।

ঘুচিবে সব সংশয়, দুরে যাবে পাপ ভয়,

নির্ম্মল হবে হৃদয়, জুড়াইবে নয়ন,

লজ্জা ভয় ত্যজিয়ে, আনন্দে উন্মত্ত হয়ে,

বল্‌ব সবে চক্ষু-কর্ণের হয়েছে বিবাদ ভঞ্জন ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ৬ষ্ঠ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
আলেয়া

তাল: একতাল

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: পা