রচয়িতা অজ্ঞাত
 

                           ১
                    সাহানা । একতাল

 

তোমারে চাহিয়া চলিব পথ, তোমারে চাহিয়া গাহিব গান;
তোমারি নাম-অমিয়ধারা, তৃষিত রসনা করিবে পান
এ ক্ষুদ্র হৃদয় করিব আমি, তোমারি দেব, বিহার-ভূমি;
তোমারই কাজে, তোমারই সেবায়, করিব হে এই জীবন দান

গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৯ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: অজ্ঞাত
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: সাহানা

তাল: একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ধ্রুপদাঙ্গ

লয়: মধ্য

গ্রহস্বর: জ্ঞমা