গান-১০
ছড়া গান / কাহারবা
শালিক করে কিচির মিচির
দোয়েল তো গায় না
গান গেয়ে যায় আমার
সাধের ময়না
ও ময়না গান গায় না॥
এই তো সেদিন গিয়েছিলাম চিড়িয়াখানা
দেখলাম গিয়ে ঘুমে কাতর
বাঘ বিরাট কায়
তারপরে এক পাখি দেখে হলেম দিশেহারা
পাখির চেয়ে পা বড় হয়
তা জানা ছিল না ॥
লেকের ধারে কত সুন্দর হাঁসের ছড়াছড়ি
দাদু আমায় বলেছিল
আমি যেন তা দেখি
তারপরে এক হরিণ দেখে মন ভরেনি তাই
ছুটলাম শেষে শিম্পাঞ্জি আর
দেখতে হায়না॥