রচয়িতা অজ্ঞাত
২
ভজন । কাহার্বা
ভজো মধুর হরিনাম, সন্তো॥
সরস ভাবসে হরি ভজে জো, পাবে অমৃতধাম ॥
হরি হী সুখ হ্যঁয়, হরি হী শান্তি, হরি হী প্রাণারাম॥
হরি হী মুক্ত করেঁ পাপোঁসে, জো ভজে হরি অবিরাম॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ২য় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]।
প্রাসঙ্গিক বিষয়:
ননীভূষণ দাশগুপ্তের সূত্রে গানটির সুর পাওয়া গেছে।
সুরকার :
স্বরলিপিকার : প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
ভজনের সুর
তাল: কাহার্বা
অঙ্গ: ভজনাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
দ্রুত
গ্রহস্বর : মা