৪
    আমার এই দেহতরী কি দিয়ে বানালে গুরুধন।
    আমার এই মানবতরী কি দিয়ে বানালে গুরুধন।
চোদ্দ পোয়া পত্তন জারা,        তরী কোন্ ছাতারে কর্‌লে খাড়া,
     গুড়ো চারা তক্তা পাড়া, কিবে নায়ের পাটাতন।
মানব তরী দেখতে বাঁকা,       তরী গড়াইয়ে পাইনে দেখা,
    না শুনি হাতুড়ির টোকা, জাঁতাবাড়ী উঠাই নাই তখন।
যাদবচাঁদ কয় ওহে হরি,        এডা শ্রীগুরুর বানানে তরী,
    নিতাইচাঁদ হয় কাণ্ডারী, করছে তরী মনের মতন।
 

 

প্রকাশ ও গ্রন্থভুক্তি :
১. শতগান, ৬১ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো। পৃষ্ঠা: ২২৫-২২৬।
 

প্রাসঙ্গিক পাঠ: এই গানটির রচয়িতা কে ছিলেন তা জানা যায় নাই।

. স্বরলিপিকার: সরলাদেবী

চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
শতগান, ৬১ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]-এ গৃহীত স্বরলিপির সাথে রাগ তালের উল্লেখ নেই। উক্ত গানটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
    বাউল গান।

গ্রহস্বর: সা।