৫
চল্লো ধনি বিনোদিনি আপন মন্দিরে।
পথে বসে কাঁদা ভাল নয়।
তুমি রাজার মেয়ে, রাজার ঝি,
তোমায় লোকে দেখলে বলবে কিগো।
চল্ চল্ চল্।
ক্রমে অঙ্গ হবে অচল্, চল্।
চল্ চল্ চল্।
প্রকাশ ও গ্রন্থভুক্তি :
১.
শতগান,
৬৪ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো।
পৃষ্ঠা: ২৩৪-২৩৫।
প্রাসঙ্গিক পাঠ: এই গানটির রচয়িতা কে ছিলেন তা জানা যায় নাই।
ঙ.
স্বরলিপিকার: সরলাদেবী।
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
শতগান,
৬১ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]-এ
গৃহীত স্বরলিপির সাথে রাগ তালের উল্লেখ নেই। উক্ত গানটি ২।৩।২।৩ মাত্রা ছন্দে
ঝাঁপতালে নিবদ্ধ।
বাউল গান।
গ্রহস্বর: সা।