৬
প্রভাস তীর্থ পরে, যেতে দে বাপ পুরে
        দেখি কৃষ্ণ কেমন যজ্ঞ করেছে।
যদি না ছাড়িস্ রে দ্বার (দ্বারিরে!) কথা রাখ যশোদার
        গোপালকে বল্‌গে তোর মা এসেছে (ও বাপ দ্বারি)
গোপরাজ নন্দ আজি উপানন্দ
        নিরানন্দ নীরে সবাই ভাসিছে।
আমি নন্দের বনিতা (দ্বারিরে) হই কৃষ্ণের মাতা।

        দুখের কথা কইতে প্রাণ কাঁদিছে (ও বাপ দ্বারি)

সঙ্গে যে সব সখি, শোকে সব অসুখী

        দুখ দেখে তারা দুখী হয়েছে।

ওরে কি অভাগ্য আমার (দ্বারিরে) কৃষ্ণ হেন কুমার

        স্বদেশ ছেড়ে ও বিদেশে রয়েছে (ও বাপ দ্বারি)

সে যে গোকুল আঁধার করে (কেউ গোকুলের সুখী নয়রে বাপ!)

        এই মায়ের কোল ছেড়ে

স্বদেশ ছেড়ে ও বিদেশে রয়েছে

        (কাঙালিনী নইরে দ্বারি)।

 

প্রকাশ ও গ্রন্থভুক্তি :
১. শতগান, ৬৫ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো
 

প্রাসঙ্গিক পাঠ: রচয়িতা অজ্ঞাত

. স্বরলিপিকার: সরলাদেবী

 
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সরলাদেবীর শতগান গ্রন্থে[সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] গৃহীত স্বরলিপির সাথে রাগ তালের উল্লেখ নেই। গানটি ২।৩।২।৩ মাত্রা ছন্দে ঝাঁপতাল-এ নিবদ্ধ।

অঙ্গ: বাউল গান।
গ্রহস্বর: পা।