গান-৭
মন-মাঝি সামাল
সামাল ডুবল তরী
ভবনদীর
তুফান ভারি।
তোর
হেলে পেলে না জল,
কি করবি বল
কেমন জমাবি পারি
তোর
হেলে ছয়খান দড়ি যাচ্ছে ছিঁড়ি
ঐ দেখ পটাস পটাস করি,
ডুবল তোর
ভগ্নতরী,
হায় কি করি
কেমন জমাবি পারি
মাঝি তরঙ্গ
হোরি সইতে নারি
তাই
তোরে জজ্ঞাসা
করি,
বল্ দেখি
কোন মিস্তিরী শিখায় তোরে
আজগুবি এ মাঝিগিরি।
১.
শতগান,
৫৬ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো।
[পৃষ্ঠা: ২০৫-২০৬]
প্রাসঙ্গিক পাঠ: প্রাসঙ্গিক
পাঠ: ১
সেপ্টেম্বর ১৯০৫ খ্রিষ্টাব্দ,
(শুক্র
১৬ ভাদ্র ১৩১২ বঙ্গাব্দ) তারিখে ব্রিটিশ ভারতের শীতকালীন রাজধানী সিমলা থেকে ঘোষিত
হলো-১৬ অক্টোবর ১৯০৫ খ্রিীষ্টাব্দ (৩০ আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ) তারিখ থেকে বঙ্গভঙ্গ
কার্যকরী হবে।
ফলে কলকাতায় বঙ্গভঙ্গ আইন বাতিলের জন্য আন্দোলন তীব্রতর হয়ে ওঠে।
২৬ ভাদ্র রবীন্দ্রনাথ
গিরিডিতে পৌঁছে ২৩টি স্বদেশী গান রচনা করেন।
এই সময় এই গানের সুরের আদলে
রবীন্দ্রনাথ রচনা করেন —
এবার তোর মরা
গাঙে বান এসেছে [স্বদেশ-৫]
[তথ্য]
এই গানটির রচয়িতা কে ছিলেন তা জানা যায় নাই।
ঙ.
স্বরলিপিকার: সরলাদেবী।
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সরলাদেবীর
শতগান
গ্রন্থে [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]
গৃহীত স্বরলিপির সাথে রাগ তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে
নিবদ্ধ।
অঙ্গ:
বাউল গান।
গ্রহস্বর: সা।