[শ্রবণ নমুনা : অমর পাল] |
গান-৮
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার একলা নিতাই,
একলা নিতাই,
একলা নিতাই
আমার নিতাই যদি,
(ডাক্
রে নিতাই গৌর বলে)
যদি মনে করে,
তবে গৌর দিলিই দিতে পারে
একলা নিতাই ( ও নিতাই)
আমার নিতাই নিত্ গৌর,
(ডাক্
রে নিতাই গৌর বলে)
নিত্য কল্পতরু,
(
ও নিতাই)
আমার নিতাই ( ও নিতাই)
আমার নিতাই নবরূপ,
(ডাক্
রে নিতাই গৌর বলে)
নব রাসবিহারী,
(ও
নিতাই) ক্ষণেক পুরুষ,
ক্ষণেক নারী
একলা নিতাই (ও নিতাই)।
গ্রন্থভুক্তি
১.
শতগান,
৬৩ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো।
[পৃষ্ঠা: ২৩০-২৩৩]
ও প্রাসঙ্গিক পাঠ: এই
বাউল গানটি ভেঙে
রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। মূল
গানটি তিনি পেয়েছিলেন সরলাদেবী'র (রবীন্দ্রনাথের বোন স্বর্ণকুমারী দেবীর কন্যা) কাছ
থেকে। সরলাদেবী তাঁর জীবনের ঝরাপাতা (দ্বিতীয় দে'জ সংস্করণ এপ্রিল
২০০৯, বৈশাখ ১৪১৬) গ্রন্থে এ বিষয়ে লিখেছেন—
'কর্তাদাদামহাশয় চূঁচড়ায় থাকতে তাঁর ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তাঁর বোটের মাঝির
কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিলুম। যা কিছু শিখতুম তাই রবিমামাকে শোনাবার
জন্যে প্রাণ ব্যস্ত থাকত—
তাঁর মত সমজদার আর কেউ ছিল না। যেমন যেমন আমি শোনাতুম—অমনি অমনি তিনি সেই সুর
ভেঙ্গে, কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে একখানি নিজের গান রচনা করতেন।
"কোন্ আলোতে প্রাণের প্রদীপ", যদি তোর ডাক শুনে কেউ না আসে" "আমার সোনার বাংলা"
প্রভৃতি অনেক গান সেই মাঝিদের কাছ থেকে আহরিত আমার সুরে বসান"।'
ঙ.
স্বরলিপিকার: সরলাদেবী
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
শতগান,
[সুবর্ণ
সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]-এ মুদ্রিত স্বরলিপিতে রাগ ও তালের উল্লেখ নেই।
বাউল গানের সুরে এর সুর নিবন্ধ।
স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে দাদরা তালে নিবন্ধ।
পর্যায়: বাউল
গ্রহস্বর-ণ্।
লয়-দ্রুত।