গান-৯
(হায়রে)
আমি নিক্লাম সব, ঠিক দিতে পারলাম না।
জেনেশুনে বয়রা
পাগল
(ও ভোলামন) হিসাবের গোল মিটল না।
ভেক নিয়ে
বৈরাগ্য হোলাম
(ও ভোলামন) মুড়িয়ে মাথা, ছেঁড়া কাঁথা গলেতে নিলাম
আমি জাত
খোয়ালাম, কিছুই হোল না।
(ও সেই) কবীর বলে শোন্রে নবী
গোঁসাই জেনে
বিচার করল না।
কেন চরণে মন
ডুবল না।
গ্রন্থভুক্তি
১.
শতগান,
৫৭ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো।
[পৃষ্ঠা: ২০৮-২০৯]
ও প্রাসঙ্গিক পাঠ:
ঙ.
স্বরলিপিকার: সরলাদেবী
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
শতগান,
[সুবর্ণ
সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]-এ মুদ্রিত স্বরলিপিতে রাগ ও তালের উল্লেখ নেই।
বাউল গানের সুরে এর সুর নিবন্ধ।
স্বরলিপিটি ৪।৪
মাত্রা ছন্দে কাহারবা তালে নিবন্ধ।
পর্যায়: বাউল
গ্রহস্বর: পা।
লয়: দ্রুত।