উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গান
১
মিশ্র ভৈরবী। ত্রিতাল
জাগো পুরবাসি, ভগবত প্রেমপিয়াসি!
আজি এ শুভদিনে কিবা বহিছে করুণা-রস-মধু-ধারা,
শীতল বিমল ভগবত-করুণা-রস-মধু-ধারা॥
শূন্য হৃদয় ল'য়ে নিরাশায় পথ চেয়ে, বরষ কাহার কাটিয়াছে?
এসো গো কাঙাল জন, আজি তব নিমন্ত্রণ, জগতের জননীর কাছে॥
কার অতি দীন হীন বিরস বদন?
ওগো ধূলায় ধূসর মলিন বসন?
দুখী কে বা আছ, শুন গো বারতা,
ডেকেছেন তোমারে জগতের মাতা॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২৩তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র ভৈরবী
তাল:
ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
গ্রহস্বর: সা