উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গান


                               ২

                      পিলু বাঁরোয়া। কাওয়ালি

 

জয় দীনময়        নিখিল ভুবনপতি

        প্রেমভরে করি তব নাম।

আজি ভাই ভগিনী মিলি পরান ভরিয়া সবে

        তব গুণ গাই অবিরাম
               

ভকতি করিয়া নাথ পূজি তোমারে
        প্রভু গো, তোমারেই চাহে সবার প্রাণ।
হাত জুড়িয়া মোরা বিনয়ে প্রণতি করি
        আশীষ আশীষ প্রাণারাম

হায়, অন্ধ সবে মোরা চক্ষু থাকিতে নাথ,
        ধূলিতে পড়িয়া অসহায়,
আর কে বা আছে গো হেন, কাছে থাকিয়ে সদা
        ডাকে পাপী আয়, আয়, আয়।
রেখো না রেখো না নাথ ফেলিয়ে আঁধারে,
        কোথায় এলেম পথ নাহি হেরি;
হাত ধরিয়ে সদা সাথ সাথ রেখো, যাব ত'রে তোমারি কৃপায়

প্রভু এই জগতে তব থাকি যত দিন মোরা
        তব শান্তিসুধা করি পান;

আর ভুলিয়া অপর সব মনের হরষে যেন
        করি সদা তব গুণগান।
শেষে পৃথিবীর যবে ফুরাইবে খেলা!
        তোমারি আদেশে ত্যজিব এ দেহ;
ডাকিয়া লইয়ো পিতা তোমার সুখের দেশে
        চির শান্তিময় যেই স্থান

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ১৯ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার:  রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: পিলু বাঁরোয়া।
তাল:  কাওয়ালি
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

গ্রহস্বর: গা