কেদারা – দ্রুত ত্রিতালী
ভুলো নারে ওরে নর, শংকর সার করো,
শমনেরে কেন ডরো॥
দূর হবে পাপ, চূর হবে তাপ,
গঙ্গাধরে ধ্যানে ধরো।
শংকর শংকর, এ তিন অক্ষর,
মালা করি গলে পর॥
এ ভবসাগরে, না ভজিয়া হরে,
কেন মিছা ডুবি মর ।
ভারতের মত, শুনরে ভকত,
ভব ভজি ভব তরো॥
প্রাসঙ্গিক বিষয়:
গানটির সুর পাওয়া যায় নি
গীতিকার:
ভারত চন্দ্র। ২১ সংখ্যক গান
গ্রন্থসূত্র: বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।