ভারতচন্দ্র রায়গুণাকরের রচিত গান

               
           

         আশাভৈরবী – ঠুংরি

        হর শশাংকশেখর দয়া করো।
        বিভূতিভূষিত-কলেবর
তরঙ্গ-ভঙ্গিত,         ভুজঙ্গ-রঙ্গিত,
        কপর্দমর্দিত জটাধর।
গণেশশৈশব,         বিভূতিবৈভব,
        ভবেশ ভৈরব দিগম্বর
ভুজঙ্গ- কুণ্ডল,         পিশাচ-মণ্ডল,
        মহাকুতুহল মহেশ্বর।
রজপ্রভায়ত,         পদাম্বুজানত,
        সুদীন ভারত শুভংকর

 

প্রাসঙ্গিক বিষয়: গানটির সুর পাওয়া যায় নি
    গীতিকার:
ভারত চন্দ্র। ২৩ সংখ্যক গান

গ্রন্থসূত্র: বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।