পুরবি – একতালা
আমারে ছাড়িও না, ―ভবানি।
সুশিলা হইয়া, শিলায় জন্মিয়া,
শিলাময় হিয়া হইয়ো না॥
এবার পাথারে, ফেলিয়া আমারে,
দোষ বারে বারে লইয়ো না।
শিশুগণ মিলা, যেন খেলা দিলা,
তেমন এখানে খেলিয়ো না॥
তব মায়ছন্দে, বিশ্ব পড়ি কান্দে,
ভারতে এ ফেরে ফেলিয়ো না॥
প্রাসঙ্গিক বিষয়:
গানটির সুর পাওয়া যায় নি
গীতিকার:
ভারত চন্দ্র। ২৪
সংখ্যক গান
গ্রন্থসূত্র: বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।