ভারতচন্দ্র রায়গুণাকরের রচিত গান

               
           

        টোড়িভৈরবী – দ্রুতত্রিতালী

        ভবানী–বাণী বলো একবার।
        ভবানী ভবের সার
ভবানী ভবানী,             সুমধুর বাণী,
        ভবনদী করে পার।
ভবানী ভাবিয়া,         ভবানী পাইয়া,
        ভব তরে ভব-ভার
ভবানী যে বলে,         এ ভবমণ্ডলে,
        ভবনে ভবানী তার।
ভবানী-নন্দন,             ভারত ব্রাহ্মণ,
          ভবানী ভরসা যার
 

প্রাসঙ্গিক বিষয়: গানটির সুর পাওয়া যায় নি
    গীতিকার:
ভারত চন্দ্র। ২৬ সংখ্যক গান

গ্রন্থসূত্র: বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।