যদু ভট্টের গান
১
ছায়ানট। ঝাঁপতাল
বিপদ-ভয়-বারণ যে করে ওরে মন তাঁরে কেন ডাকো না।
মিছা ভ্রমে ভুল সদা রয়েছ ভব-ঘোর-মজি, এ কি বিড়ম্বনা॥
এ ধন জন না রবে হেন, তাঁহে যেন ভুলো না,
ছাড়ি অসার ভজহ সার, যাবে ভব-যাতনা।
এখন হিত-বচন শোনো যতনে করি ধারণা,
বদন ভরি নাম হরি সতত কর ঘোষণা;
যদি এ ভবে পার হবে, ছাড় বিষয় কামনা;
সঁপিয়ে তনু হৃদয় মন তাঁর করো সাধনা॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১১তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার : কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ছায়ানট
তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা