যদু ভট্টের গান
২
দেশ । সুরফাঁকতাল
দেখিয়ে হৃদয়-মন্দিরে, ভজ না শিব সুন্দরে।
কি ভ্রমে ভুলিয়ে তাঁরে কর অযতন,এখন করহ সাধন॥
এই সে পতিত পাবন, এই সে জগত তারণ,
এই সে পরম কারণ,করহ তাঁর মনন॥
হইয়ে বিষয়ে মত্ত, হারালে পরম তত্ত্ব,
ভাবিলে না সেই সত্য, নিত্য বিভু নিরঞ্জন।
হৃদয়ের প্রেমহার, দাও হে তাঁরে উপহার,
পেয়েছ কৃপায় যাহার দেহ হৃদয় জীবন॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১১ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার: কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
দেশ
তাল:
সুরফাঁকতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: পা
॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১০নং গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার :
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: রা