নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
পঁচিশতম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ভাদ্র, ১৪১২/আগস্ট ২০০৫  খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভাপতি ছিলেন সোহরাব হোসেন। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন, সোহরাব হোসেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস, এম আহসান মুর্শেদ, খালিদ হোসেন, শবনম মুশতারী এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  পঁচিশতম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সালাউদ্দিন আহ্‌মেদ।  গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

আনন্দ রে আনন্দ [গান-৮০৭] [তথ্য]
আমার আনন্দিনী উমা [গান-১০৭৩] [তথ্য]
আমার বুকের ভেতর [গান-৮০৮] [তথ্য]
আমার মুক্তি নিয়ে কি হবে মা [গান-৮০৯] [তথ্য]
আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে [গান-১০৯] [তথ্য]
আয় মুক্তকেশী আয় [গান-৮১০] [তথ্য]
একটুখানি দাও অবসর [গান-৮১১] [তথ্য]
এসো ঠাকুর মহুয়া বনে [গান-৮১২] [তথ্য]
এসো প্রাণে গিরিধারী [গান-২৮৯] [তথ্য]
ওরে রাখাল ছেলে [গান-৮১৩] [তথ্য]
কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে [গান-৮১৪] [তথ্য]
চঞ্চল সুন্দর নন্দকুমার [গান-৮১৫] [তথ্য]
জ্যোতির্ম্ময়ী মা এসেছে [গান-৮১৬] [তথ্য]
তুমি দিয়েছ দু:খ-শোক-বেদনা [গান-৮১৭] [তথ্য]
তোমায় দেখি নিতুই চেয়ে [গান-৮১৮] [তথ্য]
তোমারে চেয়েছি কত যুগ যুগ ধরে প্রিয়া [গান-৮১৯] [তথ্য]
তোর কালো রূপ দেখতে মা গো [গান-৮২০] [তথ্য]
দেখে যা রে দুল্‌হা সাজে [গান-৮২১] [তথ্য]
পরমাত্মা নহ তুমি [গান-৮২৩] [তথ্য]
বকুল বনের পাখি [গান-৮২২] [তথ্য]
ভুল করেছি ও মা শ্যামা [গান-২০৫৩] [তথ্য]
মাকে আমার দেখেছে যে [গান-২০৬৭] [তথ্য]
মাগো চিন্ময়ী রূপ ধরে আয় [গান-৮৭৪] [তথ্য]
যার মেয়ে ঘরে ফিরল না [গান-২৫২] [তথ্য]
রাধা শ্যাম কিশোর প্রিয়তম [গান-৮২৫] [তথ্য]