বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
১০০.
শিরোনাম
:
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত
চঞ্চল।
পাঠ ও পাঠভেদ:
১০০.
ব্যান্ডের সুর, তালঃ দ্রুত-দাদরা
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল।
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল॥
আকাশের মত বাধাহীন,
মোরা মরু-সঞ্চর বেদুঈন,
(মোরা) বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল॥
মোরা সিন্ধু-জোয়ার কল-কল
মোরা পাগলা-ঝোরার ঝরা জল
কল-কল-কল্ ছল-ছল-ছল্ কল-কল-কল্ ছল-ছল-ছল্
মোরা দিল্-খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি-অটল মহীধর
হাসি-গান সম উচ্ছল
মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল॥
পাঠভেদ আছে।
(মূল সুর এই
রেকর্ডে পরিবর্তিত হয়েছে।)
১. মোরা
মরু-সঞ্চর বেদুঈন,
(মোরা)
বন্ধনহীন
জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল॥
[রেকর্ড
নং G.E. 7548
]
মোরা
মরু-সঞ্চর বেদুঈন,
মোরা
জানি না ক রাজা
রাজ-আইন
মোরা পারিনা শাষণ উদূখল
মোরা
বন্ধনহীন
জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল॥ ['নজরুল-রচনাবলী', ১ম খণ্ড, পৃঃ ২১১, আব্দুল কাদির সম্পাদিত।]
মোরা মরু-সঞ্চর
বেদুঈন,
মোরা
জানি না ক রাজা
রাজ-আইন
মোরা পারিনা শাষণ উদূখল
মোরা
বন্ধনহীন
জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল॥ ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ৩য় খণ্ড, পৃঃ ১৯ ও
২০, রফিকুল ইসলাম সম্পাদিত।]
২. নিচের
অনুচ্ছেদটি রেকর্ডে নেই [রেকর্ড নং G.E. 7548
]
মোরা মুক্ত পক্ষ নভ-চর
['নজরুল-রচনাবলী', ১ম খণ্ড, পৃঃ ২১১, আব্দুল কাদির সম্পাদিত।]
মোরা মুক্ত পক্ষ নভ-চর [ 'গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ৩য় খণ্ড, পৃঃ ১৯ ও ২০, রফিকুল ইসলাম
সম্পাদিত।]
৩. নিচের
অনুচ্ছেদটি রেকর্ডে
নেই [রেকর্ড
নং G.E. 7548
]
'মোরা প্রাণ দরিয়ার কল-কল্
....... ..... .....
..... ......
চল চঞ্চল.... ....
ছল-ছল-ছল্' ['নজরুল-রচনাবলী', ১ম খণ্ড, পৃঃ ২১১, আব্দুল কাদির সম্পাদিত।]
'মোরা প্রাণ দরিয়ার কল-কল
....... ..... .....
..... ......
চল চঞ্চল.... .... ছল-ছল-ছল্
' ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ৩য় খণ্ড, পৃঃ ১৯ ও ২০,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল আষাঢ়,
১৩৩১ বঙ্গাব্দ এবং রচনাস্থান হুগলী।
[সূত্র: ছায়ানট (২১
সেপ্টেম্বর, ১৯২৫ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী─দ্বিতীয়
খণ্ড (বাংলা
একাডেমী। ফেব্রুয়ারি ২০০৭)]।
শিরোনাম: পাহাড়ী গান। পৃষ্ঠা:
৫১।]
ধারণা করা যায়, গানটি ১৯২৪ খ্রিষ্টাব্দের
দিকে অর্থাৎ নজরুল ইসলামের ২৫ বছর বয়সে রচনা করা হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: