১০০১.
রাগ : লঙ্কাদহন সারং,
তাল : ত্রিতাল
অগ্নি-গিরি ঘুমন্ত উঠিল জাগিয়া।
বহ্নি-রাগে দিগন্ত গেল রে রাঙিয়া॥
রুদ্র রোষে কি শঙ্কর ঊর্ধ্বের পানে
লক্ষ-ফণা ভুজঙ্গ-বিদ্যুৎ হানে
দীপ্ত তেজে অনন্ত-নাগের ঘুম ভাঙিয়া॥
লঙ্কা-দাহন হোমাগ্নি সাগ্নিক মন্ত্র
যজ্ঞ-ধূম বেদ-ওঙ্কার ছাইল অনন্ত।
খড়গ-পাণি শ্রীচণ্ডী অরাজক মহীতে
দৈত্য নিশুম্ভ-শুম্ভে এলো বুঝি দহিতে,
বিশ্ব কাঁদে প্রেম-ভিক্ষু আনন্দ মাগিয়া॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
১০০১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০৬।
- বেণুকা,
(নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩। জুন ২০০৬) -এর ১৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ৩১-৩২।
- একশো গানের নজরুল স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ৩৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮৯-৯০।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
রাগ-প্রধান গান। গান-৭৮৬। পৃষ্ঠা:
২০৪।
- পত্রিকা : ভারতবর্ষ,
বৈশাখ ১৩৪৭ বঙ্গাব্দ (জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ)।
- বেতার : ১৬
ফেব্রুয়ারি, ১৯৩৬ খ্রিষ্টাব্দ তারিখে 'জীবনস্রোত' গীতি আলেখ্য অনুষ্ঠানে গানটি
সম্প্রচারিত হয়েছিল।
- গীতি-সংকলন, ৩য় খণ্ড,
ঢাকা।
২.
রেকর্ড সূত্র :
পাওয়া যায়
নি।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৬ই
ফেব্রুয়ারি
তারিখে বেতারের 'জীবনস্রোত'
গীতি আলেখ্য অনুষ্ঠানে
গানটি সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- মনোরঞ্জন সেনের
'সঙ্গীত স্রষ্টা নজরুল' প্রবন্ধ থেকে জানা যায় যে, নজরুল ইসলাম রাগ-রাগিণীর এই
বৃহৎ ভাণ্ডার গড়ে তুলেছিলেন বিভিন্নভাবে। গ্রামোফোন কোম্পানীতে তিনি ওস্তাদ
জমিরুদ্দীন খানের সান্নিধ্যে আসেন এবং কার্যত তাঁর শিষ্বত্ব গ্রহণ করেন।
মুর্শিদাবাদ-নিবাসী ওস্তাদ কাদের বক্স ও মঞ্জু সাহেবের নিকটও তিনি বহু
রাগ-রাগিণী আয়ত্ত করেন। ঠাকুর নবাব আলী চৌধুরী প্রণীত সঙ্গীত-পুস্তক থেকে তিনি
বহু অপ্রচলিত ও লুপ্তপ্রায় রাগ-রাগিণীর হদিস পান। উদাহরণ হিসেবে লঙ্কাদহন-সারং
রাগটি ধরা যায়। এই রাগে তিনি এই গানটি রচনা করেছিলেন।
[সূত্র: মনোরঞ্জন সেন, সঙ্গীত স্রষ্টা নজরুল, সুধিজনের দৃষ্টিতে নজরুল সঙ্গীত,
পৃষ্ঠা-১৫৬]
৫.
সুরকার :
৬.
স্বরলিপিকার :
-
শ্রীজগৎ ঘটক। [বেণুকা,
(নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩। জুন ২০০৬) -এর ১৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ৩১-৩২।]
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
লঙ্কাদহন সারং।
তাল:
ত্রিতাল।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সসা।