১০০২.
রাগ: পিলু, তাল: কাহার্‌বা


অচেনা সুরে অজানা পথিক
                নিতি গেয়ে যায় করুণ গীতি।
শুনিয়া সে গান দু'লে ওঠে প্রাণ
                জেগে ওঠে কোন্ হারানো স্মৃতি॥
ঘুরিয়া মরে উদাসী সে সুর
সাঁঝের কূলে বিষাদ-বিধুর,
নীড়ে যেতে হায় পাখী ফিরে চায়,
                আবেশে ঝিমায় কুসুম-বীথি॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : পাওয়া যায় নি।

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৬৪ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় 'মাহে নও' নামক পত্রিকায় গানটি সম্পর্কে জানা যায়। ধারণা করা যায়, গানটি তার আগে রচিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: পিলু।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: