১০০৩ রাগ: মুলতান-কানাড়া মিশ্র, তাল: দাদরা অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। নিদ্রা নাহি তোমায় চাহি' আমার নয়ন-পাতে॥ ভেজা মাটির গন্ধ সনে তোমার স্মৃতি আনে মনে, বাদ্লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙ্গিনাতে॥ হঠাৎ বনে আস্ল ফুলের বন্যা পল্লবেরই কূলে নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্ল দুলে দুলে। নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে, মন উ'ড়ে যায় তোমার দেশে পূর্ব-হাওয়ারই সাথে॥ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ
[নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১]
নামক গ্রন্থের ১০০৩ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩০৬।
২.
রেকর্ড সূত্র :
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :