১০০৪.
        নাটক 'সেতুবন্ধ'
  রাগ: হাম্বীর। তাল: কাওয়ালি

অধির অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে।
রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে

এলোচুলে দু'লে দু'লে বন-পথে চল আলি,
মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন্-মরালী।
        উগারি' গাগরি ঝারি
        দে লো দে করুণা ডারি,
ঘুঙট উতারি' বারি ছিটা লো গুমোট সাঁঝে

তালীবন হানে তালি, ময়ুরী ইশারা হানে
আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা-ধানে।
মুকুলে ঝরিয়া পড়ি' আকূতি জানায় যূথী
ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা-তুতী।
       কাজল-আঁখি রসিলি
       চাহে খুলি ঝিলিমিলি
চল, লো চল সেহেলি, নিয়ে মেঘ-নটরাজে

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

  • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১০০৪ সংখ্যক গান পৃষ্ঠা: ৩০৭।
  • বুলবুল (কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ ১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩ ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৩১ সংখ্যক গান (হাম্বীর-কাওয়ালি) পৃষ্ঠা: ১৭৫-১৭৬।
  • সেতুবন্ধ নাটিকা (বৃষ্টিধারার গান)।
  • গানটির স্বরলিপি পাওয়া যায় নি।

২. রেকর্ড সূত্র : রেকর্ড সূত্র পাওয়া যায় নি।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি।

৪. প্রাসঙ্গিক পাঠ :

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: হাম্বীর।
তাল: কাওয়ালি।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: