১০০৫
           
নাটক মধুমালা

অনেক জ্বালা দিয়েছ তার শাস্তি পাবে কালা
বেঁধেছি তাই গলায় তোমার জড়িয়ে মধুমালা

         আজ গায়ে পড়ে সাধতে হবে
                পায়ে ধরে কাঁদতে হবে
                শাপলা মধু পানের আগে
দেখব বঁধু কেমন লাগে বাব্‌লা কাঁটার জ্বালা॥

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :  
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ : 

 ৫. সুরকার:

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :