১০০৮
অন্ধকারে এসে তুমি অন্ধকারে
গেছ চ'লে
তোমার পায়ের রেখা জাগে শূন্য গৃহের অঙ্গন-তলে॥
কেন আমায় জাগালে না
আঘাতে ঘুম ভাঙ্গালে
না,
দ'লে কেন গেলে না গো যাবার বেলা চরণ-তলে॥
কৃষ্ণা তিথির চাঁদের মত এসেছিলে গভীর রাতে,
আলোর পরশ বুলিয়ে দিলে ঘুমন্ত মোর নয়ন-পাতে;
তাই রজনীগন্ধা সুখে
চেয়ে আছে উর্ধ্ব মুখে,
ফুলগুলিরে জাগিয়ে গেলে নিঠুর আমায় গেলে ছ'লে॥
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ১০০৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০৮।
২.
রেকর্ড সূত্র :
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :