১০১. দাদ্রা আজ শ্রাবণের লঘু মেঘের সাথে মন চলে মোর ভেসে’, রেবা নদীর বিজন তীরে মালবিকার দেশে মন চলে মোর ভেসে॥ মন ভেসে যায় অলস হাওয়ায় হালকা-পাখা মরালী-প্রায় বিরহিণী কাঁদে যথা একলা এলোকেশে। মন চলে মোর ভেসে॥ কভু মেঘের পানে কভু নদীর পানে চেয়ে’, লুকিয়ে যথা নয়ন মোছে গাঁয়ের কালো মেয়ে, একলা বঁধু বসে থাকে যথায় বাতায়নে। বাদল দিনের শেষে॥
|
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ১০১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩২।
নজরুল-সঙ্গীত স্বরলিপি সপ্তম খণ্ড, [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিষ্টাব্দ]-এর দ্বিতীয় গান। পৃষ্ঠা : ৩৫-৩৮।
অগ্রন্থিত গান-এর ২২৭ সংখ্যক গান।[নজরুল-রচনাবলী। দশম খণ্ড। বাংলা একাডেমী,জ্যৈষ্ঠ, ১৪১৬, মে ২০০৯।] পৃষ্ঠা ৩১৬।
২.
রেকর্ড সূত্র : ১৯৩৭ খ্রিষ্টাব্দের
নভেম্বর মাসে TWIN রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড
করে । গানটির
শিল্পী কুমারী মীনা রায়। রেকর্ড নং F.T. 12147। [গান]
৩. রচনাকাল : রেকর্ড কোম্পানীর সাথে কবির ২১.৯.১৯৩৭ তারিখের চুক্তিপত্র
অনুযায়ী
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
পাঠভেদ আছে।(মূল সুর এই রেকর্ডে
পরিবর্তিত হয়েছে।)
১.মন
ভেসে যায় অলস হাওয়ায়
[F.T. 12147।]
মোর
মন ভেসে যায় অলস হাওয়ায়
['নজরুল-গীত, অখণ্ড', পৃঃ ৬, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, কলকাতা।
মোর
মন ভেসে যায় অলস হাওয়ায় ['নজরুল-রচনাবলী',
৫ম খণ্ড, প্রথমর্ধ, পৃঃ ২৫৯, আব্দুল কাদির সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা।]
মোর
মন ভেসে যায় অলস হাওয়ায়
['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ২৫৭, রফিকুল ইসলাম
সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাক।]
২.
বিরহিণী কাঁদে যথা [F.T.
12147।]
বিরহিণী
কাঁদে
যেথায় ['নজরুল-গীত,
অখণ্ড', পৃঃ ৬, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, কলকাতা।
বিরহিণী
কাঁদে
যেথায় ['নজরুল-রচনাবলী',
৫ম খণ্ড, প্রথমর্ধ, পৃঃ ২৫৯, আব্দুল কাদির সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা।]
বিরহিণী কাঁদে
যেথায় ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম',
২য় খণ্ড, পৃঃ ২৫৭, রফিকুল ইসলাম
সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাক।]
৩.একলা
বঁধু বসে থাকে যথায় বাতায়নে।
[F.T. 12147।]
একলা বঁধু বসে থাকে
যেথায়
বাতায়নে।
['নজরুল-গীত, অখণ্ড', পৃঃ ৬, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, কলকাতা।
একলা বঁধু
বসে থাকে
যেথায়
বাতায়নে।
['নজরুল-রচনাবলী',
৫ম খণ্ড, প্রথমর্ধ, পৃঃ ২৫৯, আব্দুল কাদির সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা।]
একলা
বঁধু বসে থাকে
যেথায়
বাতায়নে।
['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ২৫৭, রফিকুল ইসলাম
সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাক।]
৪.নিচের পংক্তিটি রেকর্ডে নাই
[F.T.
12147।]
সেথা মন [চলে মোর ভেসে
['নজরুল-গীত,
অখণ্ড', পৃঃ ৬, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, কলকাতা।
সেথা মন [চলে মোর ভেসে ['নজরুল-রচনাবলী',
৫ম খণ্ড, প্রথমর্ধ, পৃঃ ২৫৯, আব্দুল কাদির সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা।]
সেথা মন [চলে মোর ভেসে
['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ২৫৭, রফিকুল ইসলাম
সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাক।]
৫.বাদল
দিনের শেষে॥
[F.T. 12147।]
উপরের পংক্তিটি কোন গীতি-গ্রন্থ বা
স্বরলিপি-গ্রন্থে নাই।
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার: সুধীন দাশ নজরুল-সঙ্গীত স্বরলিপি ষষ্ঠ খণ্ড, [নজরুল
ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ১৯৯২]-এর ২ সংখ্যক গান। পৃষ্ঠা :
৩৫-৩৮।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
তাল:
দাদ্রা।
রাগ:
পর্যায়:আধুনিক।
গ্রহস্বর: পা।