১০১২ অবিরত বাদর বরষিছে ঝরঝর বহিছে তরলতর পূবালী পবন। বিজুরী-জ্বালার মালা পরিয়া কে মেঘবালা কাঁদিছে আমারি মত বিষাদ-মগন॥ ভীরু এ মন-মৃগ আলয় খুঁজিয়া ফিরে, জড়ায়ে ধরিছে লতা সভয়ে বনস্পতিরে, গগনে মেলিয়া শাখা কাঁদে বন-উপবন॥ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ১০১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০৯।
২.
রেকর্ড সূত্র :
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :