১০১৪.
রাগ: কুকুভ বিলাবল, তাল: একতাল

অরুণ কিরণ সুধা-স্রোতে, ভাসাও প্রভু মোরে।
গ্লানি পাপ তাপ মলিনতা, যাক ধুয়ে চিরতরে॥
প্রশান্ত স্নিগ্ধ তব হাসি, ঝরুক অশান্তি প্রাণে বুকে
প্রভাত আলোর ধারা, যেমন ঝরে সব ঘরে॥
যেমন বিহগেরা জাগি ভোরে, আলোর নেশার ঘোরে
আকাশ পানে ..., বন্দে প্রেম-মনোহরে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : কোনো রেকর্ড সূত্র পাওয়া যায় নি।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।

৪. প্রাসঙ্গিক পাঠ :

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

রাগ: কুকুভ বিলাবল
তাল: একতাল।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: