১০১৪.
রাগ: কুকুভ বিলাবল, তাল: একতাল
অরুণ কিরণ সুধা-স্রোতে, ভাসাও প্রভু মোরে।
গ্লানি পাপ তাপ মলিনতা, যাক ধুয়ে চিরতরে॥
প্রশান্ত স্নিগ্ধ তব হাসি, ঝরুক অশান্তি প্রাণে বুকে
প্রভাত আলোর ধারা, যেমন ঝরে সব ঘরে॥
যেমন বিহগেরা জাগি ভোরে, আলোর নেশার ঘোরে
আকাশ পানে ..., বন্দে প্রেম-মনোহরে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)
নামক গ্রন্থের ১০১৪ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩০৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
ভক্তি-গীতি (কুকভ-একতালা)। গান-১১৯২। পৃষ্ঠা:
৩০৬-৩০৭।
- অগ্রন্থিত গান, ১২৩। রাগ-কুকুভ।
[নজরুল রচনাবলী, একাদশ খণ্ড, বাংলা একাডেমি, ২৫শে মে ২০১০]
- স্বরলিপি নাই।
২.
রেকর্ড সূত্র :
কোনো রেকর্ড সূত্র পাওয়া যায় নি।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
-
গানটির পাঠভেদ আছে।
- প্রশান্ত স্নিগ্ধ তব হাসি, ঝরুক অশান্তি প্রাণে বুকে
[(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)]
প্রশান্ত স্নিগ্ধ তব হাসি, ঝরুক অশান্তি প্রাণে বুকে
সবারে আজ যেন ভালোবাসি
[পাণ্ডুলিপি]
৫.
সুরকার:
৬.
স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী:
- পাণ্ডুলিপিতে গানটির সঙ্গে কবি-কৃত স্বরলিপি আছে।
[সূত্র :
নজরুল-সঙ্গীত সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)
নামক গ্রন্থের ১০১৪ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩০৯।] উল্লেখ্য এই স্বরলিপি কোথাও প্রকাশিত হয় নি।
রাগ:
কুকুভ বিলাবল।
তাল: একতাল।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর: