১০১৫.
রাগ: আহীর ভৈরব, তাল: ত্রিতাল

অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি।
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি


রাস-বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপূঞ্জ
হে গিরিজাপতি!  কোথা গিরিধারী


সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব,
                    আমি ব্রজবালা।
হে শিব সুন্দর, বাঘছাল পরিহর, ধর নটবর-বেশ
                    পর নীপ-মালা।
নব মেঘ
চন্দনে ঢাকি' অঙ্গজ্যোতি
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন
পতি
পার্বতি নহি আমি, আমি শ্রীমতী
বিষাণ ফেলিয়া হও বাঁশরি
ধারী

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: রেকর্ড পাওয়া যায় নি।

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবর তারিখে বেতারের 'হারামণি' নামক অনুষ্ঠানে গানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার:

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: আহীর ভৈরব।
তাল:
ত্রিতাল। (বিলম্বিত)।
সুরের অঙ্গ:
পর্যায়: রাগ-প্রধান গান।
গ্রহস্বর: সা।