১০১৬ তাল: দাদরা অরুণ-রাঙা গোলাপ-কলি কে নিবি সহেলি আয়। গালে যার গোলাপী আভা এ ফুল-কলি তারে চায়॥
ডালির ফুল যে শুকায়ে
যায়
পূর্ণ চাঁদের এমন তিথি |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ১০১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩১০।
২.
রেকর্ড সূত্র:
৩. রচনাকাল:
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: