[১০২] দাদ্রা আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম ঘরে এলে ফিরে পরবাসী প্রিয়তম॥ আজ প্রভাতের কুসুমগুলি সফল হল ডালায় তুলি’ সাজির ফুলের আজের মালা হবে অনুপম॥ এতদিনে সুখের হলো প্রভাতী শুকতারা ললাটে মোর সিঁদুর দিলো ঊষার রঙের ধারা। আজকে সকল কাজের মাঝে আনন্দেরই বীণা বাজে দেব্তার্ বর পেয়েছি আজ তপস্বিনীর সম॥ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ১০২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৩।
নজরুল-সঙ্গীত স্বরলিপি পঞ্চদশ খণ্ড, [নজরুল ইন্সটিটিউট, আগস্ট ১৯৯৬]-এর ২য় সংখ্যক গান। পৃষ্ঠা : ৩৬-৩৮।
অগ্রন্থিত গান-এর ২৯১ সংখ্যক গান।[নজরুল-রচনাবলী। দশম খণ্ড। বাংলা একাডেমী,জ্যৈষ্ঠ,১৪১৬, মে ২০০৯।] পৃষ্ঠা: ৩৫০ ।
২.
রেকর্ড সূত্র : ১৯৩৮ খ্রিষ্টাব্দের
জুলাই মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড
করে । গানটির
শিল্পী শীলা সরকার। রেকর্ড নং N.17166।
৩. রচনাকাল : রেকর্ড কোম্পানীর সাথে কবির ৮.৯.১৯৩৮ তারিখের চুক্তিপত্র
অনুযায়ী
গানটি নজরুল ইসলামের ৩৯ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
পাঠভেদ আছে।(মূল সুর এই রেকর্ডে
পরিবর্তিত হয়েছে।)
১.ঘরে এলে ফিরে পরবাসী প্রিয়তম॥
[N.17166।]
ঘরে এলো
ফিরে পরবাসী প্রিয়তম॥ ['নজরুল-রচনাবলী', নতুন সংস্করণ, তৃতীয় খণ্ড, পৃঃ৭১১, বাংলা একাডেমী,
ঢাকা।]
২.
সাজির
ফুলের আজের মালা
[N.17166।]
সাজির
ফুলে আজের মালা ['নজরুল-গীতি'
-
অখণ্ড, পৃঃ ৬, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, হরফ প্রকাশনী, কলিকাতা।]
সাজির
ফুলে আজের মালা
['নজরুল-রচনাবলী', নতুন সংস্করণ, তৃতীয় খণ্ড, পৃঃ৭১১, বাংলা একাডেমী,
ঢাকা।]
সাজির
ফুল আজের মালা
['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম',
২য় খণ্ড, পৃঃ৭১, রফিকুল ইসলাম সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা।]
সাজির
ফুল আজের মালা
['নজরুল
স্বরলিপি' সপ্তম খণ্ড, পৃঃ২০৭, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, কলিকাতা।]
৩.দেব্তার্
বর পেয়েছি
আজ তপস্বিনীর
সম
[N.17166।]
দেবতার বর পেয়েছি আজ তপস্বিনীর সম
['নজরুল-রচনাবলী', নতুন সংস্করণ, তৃতীয় খণ্ড, পৃঃ৭১১, বাংলা একাডেমী, ঢাকা।]
দেবতার বর পেয়েছি আজ তপস্বিনীর সম
['নজরুল
স্বরলিপি' সপ্তম খণ্ড, পৃঃ২০৭, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত, হরফ প্রকাশনী কলিকাতা।]
৫. সুরকার:
কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার : সুধীন দাশ নজরুল-সঙ্গীত স্বরলিপি পঞ্চদশ খণ্ড, [নজরুল
ইন্সটিটিউট, আগস্ট ১৯৯৬]-এর ২য় সংখ্যক গান। পৃষ্ঠা :
৩৬-৩৮।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
তাল:
দাদ্রা।
রাগ:
পর্যায়:(প্রেম)আধুনিক।
গ্রহস্বর: ণর্সাঃ।