দ্রুত- দাদরা

আমার  কোন্ কূলে আজ ভিড়লো তরী
                        এ কোন সোনার গাঁয়
আমার
 ভাটির তরী আবার কেন
                        উজান যেতে চায়
                তরী   উজান যেতে চায়
          কোন কূলে মোর ভিড়লো তরী
          এ কোন্ সোনার গাঁয়॥

আমার  দুঃখের কাণ্ডার করি'
  আমি  ভাসিয়েছিলাম ভাঙা তরী
   তুমি  ডাক দিলে কে স্বপন-পরী
                   নয়ন ইশারায়

          নিভিয়ে দিয়ে ঘরের বাতি
          ডেকেছিল ঝড়ের রাতি
তুমি
   কে এলে মোর সুরের সাথী গানের কিনারায়।
        
তুমি কে এলে ? ওগো কে এলে মোর সুরের সাথি
                                          গানের কিনারায়?

                 সোনার দেশের সোনার মেয়ে,
ওগো তুমি    হবে কি মোর তরীর নেয়ে,
                ভাঙা তরী চলো বেয়ে রাঙা অলকায়॥

ক. উৎস (লিখিত) :
১. নজরুল সঙ্গীত সমগ্র [নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭/ফেব্রুয়ারি ২০১১]। ১০৫ সংখ্যক গান।
২. নজরুল-সঙ্গীত স্বরলিপি একবিংশ খণ্ড, [নজরুল ইন্সটিটিউট, সেপ্টেম্বর ২০০০]-এর ৫ম গান। পৃষ্ঠা : ৪৪-৪৮।
৩. সওগাত (আশ্বিন ১৩৩৬ বঙ্গাব্দ)।
৪. চোখের চাতক, প্রথম গান। খাম্বাজ-পিলু-দাদরা। (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ, ২১ ডিসেম্বর, ১৯২৯ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী। দ্বিতীয় খণ্ড । বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩, ফেব্রুয়ারি ২০০৭]
 

খ. উৎস (রেকর্ড) :
        ১. এইচএমভি, সেপ্টেম্বর, ১৯৩২। রেকর্ড নং
 N 4187
            শিল্পী: ধীরেন দাস। [শ্রবণ নমুনা]
        ২. ভিয়েলোফোন: এপ্রিল, ১৯৩১
            নং: টি ৬০৪৬
            শিল্পী : উমাপদ ভট্টচার্য।

গ. রচনাকাল: ষাঢ় ১৩৩৫ বঙ্গাব্দ (১৯২৮ খ্রিষ্টাব্দ)।
              এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ২৯ বৎসর।


ঙ. প্রাসঙ্গিক পাঠ : পাঠভেদ আছে।
  ১. আমার  দুঃখের কাণ্ডার করি'
      আমি  ভাসিয়েছিলাম ভাঙা তরী
      তুমি  ডাক দিলে কে স্বপন-পরী
                   নয়ন ইশারায়
               [এই অংশ গ্রামোফোন রেকর্ডের গানে নাই।]


    ২. নিভিয়ে দিলে ঘরের বাতি             [রেকর্ডে আছে]
        আমার নিভিয়ে দিয়ে ঘরের বাতি    ['গীতি-সংকলন' ১ম খণ্ড, কাজী নজরুল ইসলাম
                                                    রফিকুল ইসলাম সম্পাদিত
                                                    বাংলা একাডেমী, ঢাকা]
      ২.
সোনার দেশের সোনার মেয়ে,
          হবে কি মোর তরীর নেয়ে,
          ভাঙা তরী চলো বেয়ে রাঙা অলকায়॥
           [রেকর্ডে আছে]

          ওগো 
সোনার দেশের সোনার মেয়ে,
          তুমি    হবে কি মোর তরীর নেয়ে,
          এবার  ভাঙা তরী চলো বেয়ে রাঙা অলকায়॥ 
 ['গীতি-সংকলন' ১ম খণ্ড, কাজী নজরুল ইসলাম
                                                                     রফিকুল ইসলাম সম্পাদিত
                                                                     বাংলা একাডেমী, ঢাকা]
চ.সুরকার:

ছ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: খাম্বাজ পিলু। তাল: দাদরা [চোখের চাতক, নজরুলগীতিকা]

নজরুল-সঙ্গীত স্বরলিপি
একবিংশ খণ্
[নজরুল ইন্সটিটিউট, সেপ্টেম্বর ২০০০]-এ গৃহীত স্বরলিপিতে রাগের নাম নাই। গানটি দাদরা তালে নিবদ্ধ।
গ্রহস্বর : গা।