বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১০৫৮.
শিরোনাম
: আনারকলি! আনারকলি!
স্বপ্নে দেখে' কোন্ ডালিম-কুমারে
পাঠ ও পাঠভেদ:
১০৫৮.
সঙ্গীতালেখ্য: 'পঞ্চাঙ্গনা', তাল: কাহার্বা
আনারকলি! আনারকলি!
স্বপ্নে দেখে' কোন্ ডালিম-কুমারে
এসেছিলে রেবা ঝিলামের 'পারে,
দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি॥
মরুর মণিকা বাদশাহী নওরোজে
এসেছিলে কোন্ হারানো হিয়ার খোঁজে,
তব রূপ হেরি' হেরেমের দীপ-মালা উঠেছিল চঞ্চলি'॥
পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি' আনারকলি গো ─
সেলিমের অনুরাগ-মোমের প্রদীপে পড়িলে ঢলি' গো ─
মিলায়েছে মাটিতে মোগলের মসনদ, আনারকলি।
তুমি আজো দুলিতেছ ফুলের হাসিতে
বিরহীর বাঁশিতে, আনারকলি;
তব জীবন্ত সমাধির বিগলিত পাষাণে
আজও প্রেম-যমুনার ঢেউ ওঠে উথলি'॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার: সঙ্গীতালেখ্য─পঞ্চাঙ্গনা। তারিখ─২৩ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী: চিত্ত রায়, শৈল দেবী ও ইলা ঘোষ। প্রযোজক─নজরুল ইসলাম।
পত্রিকা: গুলিস্তাঁ। মাঘ, ১৩৫১ বঙ্গাব্দ।
সঙ্গীতালেখ্য: পঞ্চাঙ্গনা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার : কমল দাশগুপ্ত।