১১০
 আমার   সকল আকাশ  ভ'রলো তোমার তনুর কমল-গন্ধে
 আমার   বন- ভবন ঘিরল মধুর কৃষ্ণ - মকরন্দে  
                 এলোমেলো মলয় বহে    
                 বন্ধু এলো, এলো কহে
            উজ্জ্বল হ'ল আমার ভুবন তোমার মুখ -চন্দে  

আমার    দেহ-বীণায় বাজে তোমার চরণ-নূপুর-ছন্দ
            সকল কাজে জাগে শুধু অধীর আনন্দ।
                  আমার বুকের সুখের মাঝে
                  তোমার উদাস বেণু বাজে
তোমার ছোঁওয়ার আবেশ জাগে ব্যাকুল বেণীর বন্ধে  

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৬ খ্রিষ্টাব্দের  মে  মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়।
                       রেকর্ড নম্বর ছিল
 N -9723। 
                       শিল্পী: আভা সরকার ।

৩. রচনাকাল:  প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কমল দাস গুপ্ত।

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: